হলদিয়ায়: রাজ্য জুড়ে ছোট, বড়, মাঝারি শিল্পের বিকাশ ঘটাতে তৎপর বর্তমান সরকার। রাজ্যের বিভিন্ন শিল্পাঞ্চলের পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার শিল্প তালুক হলদিয়ায় যাতে শিল্পের বিকাশ ঘটে, তার চেষ্টা চালাচ্ছে রাজ্য সরকার। শিল্প গড়ে তোলার আগে এলাকার মানুষ, প্রশাসন ও জনপ্রতিনিধিদের মতামত নিতে হয়। সেই কারণে শুক্রবার সংস্থার পক্ষ থেকে জনশুনানির আয়োজন করা হয়। এলাকার মানুষের ও প্রশাসনের কথা শোনা হয়। শিল্প গড়ে উঠলে পরিবেশ দূষণ হবে কি না। যদি হয়, তার জন্য কী কী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, তা এদিন জনসম্মুখে তুলে ধরা হয়। জেলা প্রশাসনিক কর্তাদের পাশাপাশি দূষণ পর্ষদের আধিকারিকরা উপস্থিত ছিলেন। কেন্দ্র থেকে দূষণের ছাড়পত্র মিললেই ৮ মাসের মধ্যে হলদিয়ায় শিল্পের বিকাশ ঘটবে। শিল্প গড়ে উঠলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কয়েকশ মানুষের কর্মসংস্থান হবে।
previous post