সংবাদ কলকাতা: রামকৃষ্ণ সারদা মিশনের অধ্যক্ষা প্রব্রাজিকা ভক্তিপ্রাণার জীবনাবসান। রবিবার রাত ১১.২৪ মিনিটে রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ১০৩ বছর। গত অক্টোবর মাসে তিনি ১০২ বছর পেরিয়ে গিয়েছিলেন।
অসুস্থতার কারণে গত ৫ ডিসেম্বর তাঁকে দক্ষিণ কলকাতার রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে ভর্তি করা হয়েছিল। কয়েকদিন ধরেই সেখানে চিকিৎসাধীন ছিলেন তিনি। শনিবার আচমকাই শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়।
জানা গিয়েছে, ফুসফুসেও সংক্রমণ ছড়িয়েছিল। জ্বরও ছিল তাঁর। শারীরিক অবস্থা সংকটজনক হওয়ায় তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়। অবশেষে রবিবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সোমবার সকালে তাঁকে দক্ষিণেশ্বরে সারদা মঠের প্রধান কার্যালয়ে নিয়ে আসা হয়। সেখানেই ভক্তরা তাঁকে শেষ শ্রদ্ধা জানান। এরপর কাশীপুর শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয়।
previous post