বিশ্বভারতীতে আয়োজিত হতে চলেছে অকাল বসন্ত উৎসব। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ১০ এপ্রিল তীব্র দাবদাহের সময়ে এই উৎসব আয়োজন করতে চলেছে। বসন্ত উৎসব সঠিক সময়ে না আয়োজন করে এত দেরি করে আয়োজন নিয়ে সর্বত্র সমালোচনার ঝড় উঠেছে। বিশ্বভারতী সূত্রে জানা গিয়েছে, নির্দিষ্ট সময়ে বসন্ত উৎসব হয়নি তার কারন ওই সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের স্নাতক ও স্নাতকোত্তরের পরীক্ষা ছিল। অবশেষে তা অনুষ্ঠিত হতে চলেছে যাতে করে পড়ুয়ারা একটা আনন্দ অনুষ্ঠানের সামিল হয়। তবে শেষমেষ বসন্ত উৎসব আয়োজন করলেও অসময়ে তা হওয়ায় প্রাক্তনী ও আশ্রমিকরা ক্ষোভ প্রকাশ করেছেন। যদিও কর্তৃপক্ষের তরফে এবিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এবিষয়ে বিশ্বভারতীর এক আধিকারিক বলেন, পাঠভবনের গৌরপ্রাঙ্গণে ঘরোয়াভাবে অনুষ্ঠান হবে। “ওরে গৃহবাসী, খোল দ্বার খোল” গানের মধ্য দিয়ে সকাল ৭টায় অনুষ্ঠান শুরু হবে। এরপর রবীন্দ্রনাথের বসন্তের বিভিন্ন গান ও নাচ পরিবেশন করবেন বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীরা।