হুগলীর বাঁশবেড়িয়া অঞ্চলে জনসংযোগ করলেন হুগলী লোকসভা কেন্দ্রের তৃনমূল প্রার্থী অভিনেত্রী রচনা ব্যানার্জী। হুটখোলা জিপে উঠে বাঁশবেড়িয়ার মাতা হংশেশ্বরী মায়ের মন্দিরে পূজো দিয়ে জনসংযোগ যাএা শুরু করলেন রচনা ব্যানার্জী। তার সঙ্গে উপস্থিত ছিলেন সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত ,চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, ধনিয়াখালির বিধায়ীকা অসীমা পাত্র, শিল্পী চ্যাটার্জী,বাশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।