31 C
Kolkata
August 2, 2025
জেলা

হাতির হানায় ভাঙল বসত বাড়ি ও দোকান

আলিপুরদুয়ার: ফের বুনো হাতির হামলায় ভাঙ্গল বসত বাড়ি ও দোকান। ঘটনাটি ঘটেছে মাদারিহাট মেঘনাদ সাহা নগর এলাকায়। রবিবার গভীর রাতে জলদাপাড়া জাতীয় উদ্যান থেকে বেরিয়ে একটি বুনো দাঁতাল হাতি ওই এলাকায় ঢোকে। ঢুকেই হামলা চালায় রিবি ওঁরাও-এর দোকানে। তারপর ঢোকে গোপাল দাসের বাড়িতে। সেখানে ভাঙচুর চালিয়ে যায় ভারতী দাসের বাড়ির দিকে। সেসময় ভারতী দাস পরিবারের সঙ্গে ঘরে ঘুমিয়ে ছিলেন। হাতি ঘর ভাঙছে টের পেয়েই দৌড়ে বেড়িয়ে যান। অল্পের জন্য প্রাণে বাঁচেন তাঁরা। বন দফতরের বিরুদ্ধে অভিযোগ, হাতি তাড়াতে তাঁরা সময়মত আসেন না।

Related posts

Leave a Comment