বিশেষ সংবাদদাতা, হাওড়া: হাওড়ার আমতায় দুই বিজেপি প্রার্থীর বাড়িতে আগুন। গতকাল রাতের অন্ধকারে এই দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বিজেপি করার অপরাধে তাঁদের ওপর এই আক্রমণ। বিজেপির অভিযোগ, ছয়টি পরিবারকে নৃশংস ভাবে পুড়িয়ে মারার চেষ্টা করে তৃণমূল কংগ্রেসের হার্মাদরা। তবে এই অভিযোগ মানতে চাননি তৃণমূল নেতৃত্ব। গতকাল গভীর রাতে ঘটনাটি ঘটেছে হাওড়া গ্রামীণ সাংগঠনিক জেলার আমতা বিধানসভার অন্তর্গত কাকরোলে। আজ সেই স্থান পরিদর্শনে যান সাংসদ শ্রী জ্যোতির্ময় সিংহ মাহাতো এবং বিধায়ক শ্রী বিমান ঘোষ।