হরিদেবপুর, ১৬ অক্টোবর: স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী। ঘটনাটি ঘটেছে হরিদেবপুর থানা এলাকার সোদপুর ডলি ভিলা এলাকায়। স্ত্রীর নাম কৃষ্ণা দে। স্বামী শুভেন্দু দাস। ঘটনার তদন্ত শুরু করেছে হরিদেবপুর থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, এক বছর আগে কৃষ্ণা দে রেজিস্ট্রি করে বিয়ে করে পেশায় অটো চালক শুভেন্দু দাসের সাথে। কিন্তু সেই বিয়েতে মত ছিল না কৃষ্ণার পরিবারের। বিয়ের পর কৃষ্ণা বাপের বাড়িতেই থাকতো। অভিযোগ মাঝে মধ্যে মদ খেয়ে এসে ঝামেলাও করতো শুভেন্দু। এ বিষয়ে হরিদেবপুর থানায় অভিযোগও জানানো হয়। কিন্তু রবিবার রাত দশটা নাগাদ বাড়িতে যখন কেউ ছিল না সেই সময় শুভেন্দু কৃষ্ণার বাড়িতে আসে এবং তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে নিজে বিষ খেয়ে আত্মহত্যা করে। রাতে কৃষ্ণার মা যখন বাড়িতে এসে দেখেন ঘরের দরজা তালা বন্ধ। ঘরের মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে মেয়ে। বাইরে অজ্ঞান অবস্থায় পড়ে শুভেন্দু। তখনই চিৎকার শুরু করেন কৃষ্ণার মা। প্রতিবেশীরা এসে পুলিশকে খবর দিলে হরিদেবপুর থানার পুলিশ এসে দুজনকে এমআর বাঙুর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাদেরকে মৃত ঘোষণা করে। তবে কি কারণে এই খুন? সম্পর্কের টানাপোড়েন নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো রহস্য খতিয়ে দেখছে হরিদেবপুর থানার পুলিশ।
previous post