সংবাদ কলকাতা: বৃহস্পতিবার কর্মশিক্ষার শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি মামলায় বিচারপতি বিশ্বজিৎ বসু বলেন, স্কুল সার্ভিস কমিশন যেন তাঁদের ভুল শুধরে নিয়ে ভূয়ো শিক্ষকদের চিহ্নিত করে। এবং তাদের চাকরি বাতিল করে। কোথায়, কাদের, কীভাবে নিয়োগ করা হয়েছে, তা কমিশন খুব স্পষ্টভাবেই জানে। তাই তাঁদের দ্বারাই ভূয়ো শিক্ষকদের চিহ্নিত করা খুবই সহজ। সুতরাং, কমিশন তাদের ক্ষমতা প্রয়োগ করুক। তাহলে আর সিবিআই তদন্তের প্রয়োজন হবে না।
উল্লেখ্য, ২০১৬ সালে এসএসসি ৫১ জনের একটি তালিকা প্রকাশ করে। সেই তালিকা অনুযায়ী কর্মশিক্ষা বিষয়ের শিক্ষক নিয়োগ করে। অভিযোগ ওঠে, নম্বরের দিক থেকে পিছিয়ে থাকা অনেক প্রার্থী ইন্টারভিউ-তে ডাক পেলেও তালিকার প্রথম দিকে থাকা অনেককেই ইন্টারভিউতে ডাকা হয়নি। তাদের মধ্যে চার জন হাইকোর্টের দ্বারস্থ হয়। সেই মামলারই শুনানিতে এরূপ মন্তব্য করেন বিচারপতি বসু।
next post
ভারত বিরোধী মন্তব্যের জেরে এগরায় পুলিশের হাতে আটক স্কুল শিক্ষক