31 C
Kolkata
May 10, 2025
জেলা রাজ্য

সুড়সুড়ি হাটে তৃণমূল ও সিপিএম থেকে ৩৫টি ও কুমারগ্রামে ১৬০টি পরিবারের বিজেপিতে যোগ

নিজস্ব সংবাদদাতা, গঙ্গারামপুর: রাজ্য সরকার ও শাসক দলের বিরুদ্ধে দিনের পর দিন যতই দুর্নীতি অভিযোগ সামনে আসছে, ততই তৃণমূল থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছে সাধারণ মানুষ। আজ গঙ্গারামপুর বিধানসভার ১৪ নম্বর মন্ডলে ও কুমার গ্রামে ঘটে সেরকমই ঘটনা। এদিন গঙ্গারামপুরের সুড়সুড়ি হাটে তৃণমূল ও বামফ্রন্ট থেকে ৩৫টি পরিবার ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির দক্ষিণ দিনাজপুর জেলার জেলা সভাপতি মাননীয় শ্রী স্বরূপ চৌধুরী, গঙ্গারামপুর বিধানসভার বিধায়ক শ্রী সত্যেন্দ্রনাথ রায়, তপন বিধানসভার বিধায়ক শ্রী বধুরাই টুডু সহ জেলা ও মন্ডলের বিভিন্ন কার্যকর্তারা। জানা গিয়েছে, এদিন সুড়সুড়ি হাটে ‘চোর ধরো জেল ভরো’ কর্মসূচিকে সামনে রেখে একটি পথসভার আয়োজন করা হয়। সেই পথসভার মধ্য দিয়ে এই ৩৫টি পরিবার বিজেপিতে যোগদান করেন।
অন্যদিকে, তৃণমূলের নৈরাজ্য, অপশাসন, দুর্নীতি ও অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো ও দেশ গঠনের সংকল্প নিয়ে কুমারগ্রাম বিধানসভার ২ নং মন্ডলে ১৬০ টি পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন।

Related posts

Leave a Comment