April 17, 2025
কলকাতা

সুখবর! ডিসেম্বরেই চালু হবে জোকা থেকে তারাতলা মেট্রো

সংবাদ কলকাতা: কলকাতা মেট্রো রেলের নতুন নতুন পালক জুড়ছে রেল কর্তৃপক্ষ। শিয়ালদহ-সেক্টর ফাইভের পর এবার জোকা-তারাতলা মেট্রোরেল চালু হচ্ছে। আগামী মাসে অর্থাৎ ডিসেম্বরেই চালু হবে নতুন মেট্রো রুট। জোকা থেকে তারাতলা পর্যন্ত ৬.৫ কিলোমিটার। এই পথেই ছুটবে মেট্রো । এমনটাই মেট্রো রেল সূত্রে খবর।

উল্লেখ্য, জোকা থেকে তারাতলা রুটে মেট্রোর কাজ শুরু হয়েছিল প্রায় ১২ বছর আগে। জমি জট, মাঝেরহাট ব্রিজ বিপর্যয়, করোনার থাবা সহ নানা কারণে বারবার কাজের গতি বাধাপ্রাপ্ত হয়েছে। অবশেষে এলো সুখবর। চলতি বছরের ডিসেম্বরেই মেট্রো রেলের যাত্রা শুরু হবে নয়া রুটে।

আপাতত একটি রেক দিয়েই শুরু হবে। জোকা থেকে যাত্রী তুলে রেকটি তারাতলা পৌঁছবে। সেটিই ফের জোকায় ফিরবে যাত্রী নিয়ে। এই রুটে থাকছে ছ’টি স্টেশন। সেগুলি হল জোকা, ঠাকুরপুকুর, সখেরবাজার, বেহালা চৌরাস্তা, বেহালা বাজার এবং তারাতলা। প্রতিটি স্টেশনে চারটি করে লিফট, সাতটি চলমান সিঁড়ি সহ বিবিধ ব্যবস্থাপনা রয়েছে।

প্রসঙ্গত, গত ৮ নভেম্বর কমিশনার অব রেলওয়ে সেফটি (সিআরএস) জোকা-তারাতলা রুট পরিদর্শন করে। তারপরই এই রুটে মেট্রোর বাণিজ্যিক দৌড় শুরুর ছাড়পত্র দিয়েছেন তাঁরা।

কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার অরুণ অরোরা বলেন, শহরের নাগরিকদের ইংরেজি নতুন বছরের উপহার দিতে চলেছে ভারতীয় রেল। খুব শীঘ্রই যাত্রী পরিষেবা শুরু হবে জোকা-তারাতলা রুটে।

Related posts

Leave a Comment