বয়স্ক অপেক্ষা করেও লাগাতার ভাবে জনসংযোগ এবং কর্মী সভার মাধ্যমে ভোট প্রচারে সামিল হচ্ছেন দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায়। কখনো তার কর্মী সমর্থকদের সাথে ক্যারাম খেলছেন খোশ মেজাজে। আবার কখনো কচি কাঁচা দের সাথে সুইমিংপুলে নেমে বল খেলছেন প্রার্থী। একবার বাচ্চাদের দিকে বল ছুঁড়ে দিচ্ছেন একবার সেই বল প্রাচীর দিকে ছুঁড়ে দিচ্ছে বাচ্চারা। একেবারে ভোটের চিন্তা থেকে সরে এসে মন খুলে সুইমিংপুলে নেমে কচিকাঁচাদের সাথে নিয়ে খেলতে ব্যস্ত। তৃণমূল প্রার্থী তথা বিদায়ী সাংসদ সৌগত রায়।।
previous post