প্রিয়াশ্রী খাঙ্গার: পুনরায় সংঘর্ষে জড়াল ভারত ও চীনের সেনারা। অরুণাচল প্রদেশের সীমান্ত সংলগ্ন এলাকায় দুই পক্ষের সেনাদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গিয়েছে। গত ৯ ডিসেম্বর এই ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। সংঘর্ষে উভয় পক্ষেরই বেশ কয়েকজন আহত হয়েছে বলে খবর।
ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে, ঘটনার দিন সীমান্ত পেরিয়ে চীনের লাল ফৌজ অনেকটাই এগিয়ে আসে। তখন ভারতীয় সেনারা বাধা দেয়। দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। কয়েকজন আহত ভারতীয় সেনাকে গৌহাটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে।