সংবাদ কলকাতা, ২৪ মার্চ: এবারে সিবিআই তদন্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ হলেন মহুয়া মৈত্র। গতকাল, শনিবার কলকাতা, কৃষ্ণনগর ও করিমপুরে বহিষ্কৃত সাংসদ মহুয়া মৈত্রের চারটি ঠিকানায় হানা দেয় সিবিআই। লোকপাল কমিটির সুপারিশে ‘টাকার বিনিময়ে প্রশ্ন’ কাণ্ডে তদন্তভার নেয় সিবিআই। আর সেই তদন্তভার নিয়েই শনিবার তাঁর চারটি আস্তানায় হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 
শেষমেশ এবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হলেন কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী। তাঁর অভিযোগ, দেশজুড়ে লাগু হয়ে গিয়েছে আদর্শ আচরণবিধি। ইতিমধ্যে তাঁর দলের লোকসভা ভোটের প্রচারও শুরু হয়ে গিয়েছে। কিন্তু নির্বাচনী প্রচারে বাধা দিচ্ছে সিবিআই। এমনই অভিযোগ জানিয়েছেন কৃষ্ণনগরে তৃণমূলের অপসারিত সাংসদ মহুয়া মৈত্র। তিনি বলেন, নির্বাচন কমিশন একটি গাইডলাইন তৈরি করে দিক। সেই গাইড লাইন মেনে চলুক তদন্ত প্রক্রিয়া। এব্যাপারে রবিবার তিনি কমিশনে একটি চিঠি দিয়েছেন। সেই চিঠিতে এমনটাই জানিয়েছেন মহুয়া মৈত্র।
