নতুন দিল্লি, ১৯ মে: অবশেষে কর্ণাটকে সরকার গঠন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলল কংগ্রেস। সিদ্ধারামাইয়াকেই মুখ্যমন্ত্রী পদে বসাতে চলেছে রাহুল ব্রিগেড। এজন্য সোনিয়া গান্ধীর সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠকের পর সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। পাশাপাশি, ডিকে শিবকুমারকে করা হচ্ছে উপমুখ্যমন্ত্রী। আগামী ২০ মে শপথগ্রহণ অনুষ্ঠান। লোকসভা ভোটের আগে দেশবাসীর নজর ঘোরাতে সেই অনুষ্ঠানকে হাই ভোল্টেজ অনুষ্ঠানে রূপান্তরিত করা হচ্ছে। ঐদিন নতুন মন্ত্রিসভার সদস্যরাও শপথ নেবেন বলে সূত্রের খবর। সেই মন্ত্রিসভার সদস্যদের নাম আজই চূড়ান্ত করা হবে। এবিষয়ে বেঙ্গালুরুতে আজ একটি গুরুত্বপূর্ণ বৈঠক ডাকা হয়েছে বলে জানা গিয়েছে।
previous post
next post