সিউড়ি: সিউড়ি থানার অন্তর্গত কেন্দুয়া দক্ষিণ পাড়ায় সোমবার সকাল বেলায় এক ৩৪ বছর বয়সি যুবকের মৃতদেহ উদ্ধার হল পুকুর থেকে। মৃত ওই যুবকের নাম গনেশ চৌধুরী। রবিবার রাত্রি ৮টা নাগাদ বাড়ি থেকে বের হন তিনি। তারপর আর বাড়ি ফেরেননি। এরপরই সোমবার সকাল বেলায় তাঁকে স্থানীয় একটি পুকুরে অর্ধ নিমজ্জিত অবস্থায় দেখা যায়। সেখানে তাঁকে স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ হাসপাতালে নিয়ে এলে মৃত বলে ঘোষণা করা হয়। ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ওই যুবকের পরিবারের সদস্যরা এমন ঘটনার পরিপ্রেক্ষিতে ওই ষুবককে খুন করার অভিযোগ তুলেছেন। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। তবে গতকাল ওই যুবক মদ্যপান করেছিল বলেও জানা গিয়েছে।
previous post
next post