32 C
Kolkata
August 2, 2025
কলকাতা

সল্টলেকের আয়ুর্বেদিক স্পা-তে, মহিলা কর্মীর রহস্য মৃত্যু

সংবাদ কলকাতা: সল্টলেকে আয়ুর্বেদিক স্পা-তে, মহিলা কর্মীর অস্বাভাবিক মৃত্যু। স্পা-র ভেতর থেকে মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার। বিধাননগর উত্তর থানায় পরিবারের পক্ষ থেকে খুনের অভিযোগ দায়ের। গ্রেফতার স্পা-র মালিক।

জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর অঞ্চলের বাসিন্দা মাধবী মন্ডল। সল্টলেকের এ ডি ব্লকের একটি আয়ুর্বেদিক স্পাতে কাজ করতেন। বৃহস্পতিবার সকালেও নিজের বাড়ি থেকে বেরিয়ে সল্টলেকের স্পা-তে কাজে যোগ দেন মহিলা। অভিযোগ দুপুরবেলায় ওই মহিলার স্বামীকে স্পা-র মালিক ফোন করে জানায়, তাঁর স্ত্রী অসুস্থ হয়ে পড়েছেন। তাড়াতাড়ি তাঁকে বিধাননগর মহকুমা হাসপাতালে আসতে বলেন। খবর পেয়ে বিধাননগর মহকুমা হাসপাতালে আসেন মাধবী মন্ডলের স্বামী মুরারী মন্ডল।

হাসপাতাল থেকে তিনি জানতে পারেন স্ত্রী মারা গেছেন। পুলিশের পক্ষ থেকে তাঁকে জানানো হয়, আয়ুর্বেদিক ওই স্পা-র ভেতর থেকে ঝুলন্ত অবস্থায় তাঁর স্ত্রীর দেহ উদ্ধার হয়েছে। এরপরই তাঁর স্বামী বিধাননগর উত্তর থানায় স্পা-র মালিক রজত হালদারের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন। তাঁর দাবি, রজত হালদার তাঁর স্ত্রীকে নানাভাবে মানসিক নির্যাতন করত। মৃতের স্বামীর অভিযোগের ভিত্তিতে রজত হালদারকে গ্রেফতার করেছে পুলিশ।

Related posts

Leave a Comment