31 C
Kolkata
April 16, 2025
দেশ

সন্দেশখালি নিয়ে ভাটপাড়া মোড়ে পথ অবরোধ

সন্দেশখালি নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। গোটা এলাকায় ১৪৪ ধারা জারি করে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনা রাখার চেষ্টা করছে রাজ্য প্রশাসন।সন্দেশখালি কাণ্ডের প্রতিবাদ জানিয়ে ভাটপাড়া মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো ভাটপাড়া মন্ডল ১ বিজেপি নেতৃত্ব। দীর্ঘ প্রায় ২০ মিনিট ধরে রাস্তায় বসে বিক্ষোভ দেখান। বিক্ষোভ কর্মসূচি ভর্তি হয়েছিলেন ব্যারাকপুর সাংগঠনিক জেলার বিজেপির যুব মোর্চার সভাপতি বিমলেস তিওয়ারি, সহ সভানেত্রী জিনিয়া চক্রবর্তী, ও অন্যান্য বিজেপি নেতাকর্মীরা। সাংগঠনিক জেলার যুব সভাপতি বলেন, সন্দেশখালিতে পুলিশের নাক্কারজনক ভূমিকা নিয়ে আজ এই বিক্ষোভ কর্মসূচি নেওয়া হলো। আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথেই হাঁটবেন তারা। ভাটপাড়া থানার আধিকারিকের সাথে কথা বলে তারা রাস্তা অবরোধ তুলেও নেন।

Related posts

Leave a Comment