30 C
Kolkata
April 24, 2025
দেশ

সকাল ১১টা পর্যন্ত J&K-তে ২৬.৭২% ভোট

কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের 24 টি বিধানসভা কেন্দ্রে বিধানসভা নির্বাচনের প্রথম ধাপে বুধবার সকাল 11 টা পর্যন্ত 26.72 শতাংশ ভোট পড়েছে। এই খবর দিয়েছেন J&K-র মুখ্য নির্বাচনী আধিকারিক। সকাল ৯টা পর্যন্ত প্রথম দুই ঘণ্টায় ১১.১১ শতাংশ ভোট পড়েছে।

সকাল ৭টায় ভোট শুরু হওয়ার আগেই দক্ষিণ কাশ্মীরের ভোটকেন্দ্রের বাইরে ভোটারদের দীর্ঘ সারি দেখা যায়। ভোট কেন্দ্রের বাইরে নারী-পুরুষকে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। জম্মু ও কাশ্মীরের সাতটি জেলা জুড়ে 24 টি বিধানসভা কেন্দ্রে (ACs) জম্মু ও কাশ্মীর বিধানসভার সাধারণ নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ আজ শুরু হয়েছে। উত্সাহী ভোটারদের দীর্ঘ সারি দিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগের পালা দেখার অপেক্ষায়।

৩,২৭৬টি ভোটকেন্দ্রে সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হয়। এর আগে সব ভোটকেন্দ্রে মক ড্রিলও করা হয়। সুষ্ঠুভাবে ভোটগ্রহণের জন্য সব ভোটকেন্দ্রে জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক ব্যবস্থা নেওয়া হয়েছে।

Related posts

Leave a Comment