31 C
Kolkata
August 2, 2025
খেলা দেশ

শ্যুটিং বিশ্বকাপে ব্রোঞ্জ জিতলেন ১৪ বছরের বাঙালি কন্যা

কায়রো: আন্তর্জাতিক শ্যুটিং বিশ্বকাপে ব্রোঞ্জ জিতলেন তিলোত্তমা সেন। মাত্র ১৪ বছর বয়সেই খেতাব জিতলেন এই ভারতীয় অ্যাথলিট। তাঁর এই অসম কৃতিত্বে বিস্মিত আন্তর্জাতিক ক্রীড়া মহল। মিশরের কায়রোতে আন্তর্জাতিক শ্যুটিং স্পোর্ট ফেডারেশন আয়োজিত মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল বিভাগে ব্রোঞ্জ জিতেছেন তিলোত্তমা। তাঁর প্রাপ্ত পয়েন্ট ২৬২। এই প্রতিযোগিতায় প্রথম হয়ে সোনা জিতেছেন ইংল্যান্ডের সিওনেইড ম্যাকিনটশ। দ্বিতীয় স্থান অধিকার করে রুপো জিতেছে সুইজারল্যান্ডের নিনা ক্রিস্টেন।

অন্যদিকে পুরুষদের বিভাগে এয়ার রাইফেল-এ সোনা জিতেছেন রুদ্রাংশ পাতিল। আন্তর্জাতিক শ্যুটিং স্পোর্ট ফেডারেশন আয়োজিত এই প্রতিযোগিতায় সবচেয়ে ভালো ফল করেছে ভারত। এই মুহূর্তে ভারতের ঝুলিতে ৫টি মেডেল। যার মধ্যে ৩টি সোনা ও ২টি ব্রোঞ্জ।
প্রসঙ্গত আদতে বাঙালি কন্যা তিলোত্তমা বেঙ্গালুরুতে থাকেন। কোয়ালিফিকেশন রাউন্ডে রুমিতা এবং নর্মদা নামে আরও দুই ভারতীয় শুটার থাকলেও যোগ্যতা অর্জন করেন তিলোত্তমা এবং রমিতা। তিলোত্তমার এই কৃতিত্বে গর্বিত বাংলার ক্রীড়া জগৎ।

Related posts

Leave a Comment