ধূপগুড়ি, ৫ সেপ্টেম্বর: আজ সকাল সাতটায় শুরু হয়েছে ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচন। মোট ভোটার ২ লক্ষ ৬৯ হাজার ৪১৬ জন। পুরুষ ভোটার ১ লক্ষ ৩৮ হাজার ৯০ জন এবং মহিলা ভোটার ১ লক্ষ ৩১ হাজার ৩২৪ জন। ভোট দিয়েছেন ধূপগুড়ির বিজেপি প্রার্থী শ্রীমতী তাপসী রায়। অন্যদিকে সস্ত্রীক ভোট দিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডঃ নির্মল চন্দ্র রায়। মোট ২৬০টি বুথে ভোটগ্রহণ প্রক্রিয়া চলছে। গতকাল সোমবার থেকেই প্রতিটি বুথের ১০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এই উপনির্বাচনে প্রতিটি বুথে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। মোতায়েন করা হয়েছে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তরফে নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের নির্দেশ অনুসারে, ৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। যাতে পঞ্চায়েত ভোটের মতো শাসক দল কোনওভাবে প্রভাব খাটিয়ে বুথ দখল, ব্যালট বাক্স লুটের মতো ঘটনা না ঘটাতে পারে। আজ সকাল সাতটা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বিধানসভায় মোট স্পর্শকাতর বুথ ১৫০টি। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা ছাড়াও কমিশন ১৫৫টি বুথে ওয়েবকাস্টিং ও ১১০টি বুথে সিসিটিভি রাখা হয়েছে। গোটা নির্বাচন পরিচালনার দায়িত্বে রয়েছেন ৪০ জন মাইক্রো অবজারভার। প্রতিটি নির্বাচন কেন্দ্রে ন্যূনতম ১ সেকশন বা ৮ জন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।