32 C
Kolkata
April 19, 2025
সাহিত্য

শুভ বাংলা নববর্ষ

অরবিন্দ সরকার
আন্তর্জাতিক স্বভাব কবি
বহরমপুর, মুর্শিদাবাদ।

দিন গুনে আসে মাস, বর্ষ বারো মাসে,
যা চলে যায় তা কভু ফিরে নাহি আসে,
পেছনে অতীত ফেলে স্বপ্ন মহাকাশে,
নববর্ষের প্রতিজ্ঞা, নয় মুখ ঘাসে!

অতীতকে রোমন্থন আকাশ পাতাল,
বিদ্যালয়ে আর নয় চোর বা রাখাল,
নববর্ষে নব বেশে শক্ত হাতে হাল,
পাঁকে ফুটুক সরোজ, সরুক জঞ্জাল।

বছরের আগমন পয়লা বৈশাখ,
হালখাতা পূজো পাঠে গনেশের হাঁক,
জমা খরচ হিসাবে পুঁজি পত্র ফাঁক,
উন্নয়ন পথমাঝে পিঠে বাজে ঢাক্।

বর্ষ আসে বর্ষ যায় কে রাখে হিসাব,
বর্ষ বিদায়ে নতুন সেই হাবভাব!

Related posts

Leave a Comment