অপর্ণা সেন, সংবাদ কলকাতা: রাজ্যে শিল্প আনতে ৯৯ বছরের জন্য জমি লিজ দেওয়ার ঘোষণা করেছিল মমতা সরকার। সেই অনুযায়ী গত বছর ৫ আগস্ট শিল্প পার্ক (industrial park) তৈরির জন্য প্রাইভেট ডেভলেপার ও অন্যান্য সংস্থাকে টেন্ডারে অংশ নিতে বলা হয়। কিন্তু গত ৫ মাসে সেই আবেদনে বিন্দুমাত্র সাড়া মেলেনি। অবশেষে জমির দাম কমানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।
আগের শর্ত অনুযায়ী ঠিক হয়েছিল, একটি সংস্থাকে কমপক্ষে ৫ একর জমি নিতে বলা হয়েছিল। পাশাপাশি, আবেদনকারী একাধিক হলে যিনি সবচেয়ে বেশি দর দেবেন, তিনিই সেই বরাতটি পাবেন। তবে ১০ শতাংশ টাকা অফার লেটার পাওয়ার ৩০ দিনের মধ্যেই জমা দিতে হবে। কিন্তু সমস্যা অন্য জায়গায়। সরকারের নির্ধারিত জমির দাম অনেক বেশি বলে জানিয়েছেন শিল্পদ্যোগীরা। তাঁদের অভিযোগ, ওইসব এলাকায় অনেক কম দামে পাওয়া যাচ্ছে ব্যক্তিগত মালিকানাধীন জমি। তাহলে সরকারের শিল্প পার্কে গিয়ে জমি কেনার কী প্রয়োজন?
ফলে শিল্পদ্যোগীদের কাছে কল্কে পেতে পূর্বের সিদ্ধান্ত থেকে সরে এল সরকার। রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি শিল্প দপ্তর জমির দাম কমানোর সিদ্ধান্ত নিল। এবিষয়ে বিজেপি-র মুখপাত্র শমীক ভট্টাচার্য তাঁর এক প্রতিক্রিয়ায় জানান, ‘এভাবে শিল্পায়ন অথবা লগ্নি টানা সম্ভব নয়। রাজ্যে আইন শৃঙখলার চূড়ান্ত অবনতি হয়েছে। লোয়ার জুডিশিয়ারি হুমকির মুখে। যা শিল্প আনার পক্ষে বড় প্রতিবন্ধকতা। রাজ্য থেকে একজন শিল্পপতিকে সরিয়ে দিয়ে যে সরকার আবির খেলে আর ভিক্ট্রি সাইন দেখায়, সেখানে অন্য শিল্পপতিদের কাছে কী বার্তা যায়? বহু ইণ্ডাষ্ট্রিয়াল পার্ক তৈরি করেছেন। কিন্তু সেখানে এখন বড় বড় ঘাস গজিয়ে গিয়েছে। সেখানে এখন গরু ছাগল চরে বেড়াচ্ছে।’