25 C
Kolkata
November 1, 2025
রাজ্য

শিলিগুড়িতে মাটির প্রদীপের চাহিদা নেই

বিশেষ সংবাদদাতা, শিলিগুড়ি: আর কয়েকদিন বাকি। তারপর আলোর উৎসব দীপাবলি, শ্যামা পুজো। তার আগে অবশ্য রয়েছে ১৪ প্রদীপ। আজ থেকে দশ বছর আগেও মাটির প্রদীপের চাহিদা ছিল তুঙ্গে। শিলিগুড়িতে রীতিমতো কালীপুজোর সময় মাটির প্রদীপের চাহিদা আরও বেড়ে যেত। মাটির প্রদীপ কিনবার জন্য রীতিমতো লাইন পড়ে যেত দোকানগুলিতে। তবে এখন সময় বদলেছে, সে যুগ বদলেছে। সেই রকম আর চাহিদা নেই। এলইডি লাইট, টুনি লাইটের জন্য মাটির প্রদীপের চাহিদা তলানিতে।

তবে অন্যান্য বছরের মতো এই বছরের শিলিগুড়িতে ভালো বিক্রির আশায় প্রদীপের দোকান নিয়ে বসেছেন ব্যবসায়ীরা। শিলিগুড়ির বিধান মার্কেট সহ বিভিন্ন বাজারগুলিতে মাটির প্রদীপ বিক্রি করতে দেখা যাচ্ছে ব্যবসায়ীদের। এই বিষয়ে এক ব্যবসায়ীকে জিজ্ঞেস করলে তিনি জানান, আগের মতো আর চাহিদা নেই প্রদীপের। বিক্রি যতটা হওয়া উচিত, সেই অর্থে হচ্ছে না। এছাড়া তিনি আরও জানিয়েছেন, দোকানের সংখ্যা বেড়ে গেছে। যার কারণেও বিক্রিতে ভাটা পড়েছে। তবুও ব্যবসার তাগিদে রুজি রোজগারের তাগিদে আশা করছেন কালীপুজোর আগে ভালোই বিক্রি হবে প্রদীপের।

Related posts

Leave a Comment