33 C
Kolkata
August 2, 2025
রাজ্য

শিক্ষা ও খাদ্যের পর এবার শৌচাগার দুর্নীতি, অভিযুক্ত পুরসভার তিন আধিকারিক

ফাইল চিত্র

সুমন মল্লিক, ২১ নভেম্বর: শিক্ষা ও খাদ্য দুর্নীতির পর রাজ্যে শোরগোল শুরু হয়েছে শৌচাগার দুর্নীতি নিয়ে। কলকাতা পুরসভা পরিচালিত স্কুলগুলি `থেকে এই বিষয় নিয়ে পূর্বেই অভিযোগ উঠেছিল। যে বিষয় নিয়ে শো-কজ করা হয়েছিল তিনজন আধিকারিককে। পুরসভার তরফে ঔ তিন জনের বিরুদ্ধে চার্জশিট গঠন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। চার্জশিট গঠনের পর চার্জশিটের প্রতিলিপি পাঠিয়ে দেওয়া হবে তিন জন আধিকারিকের কাছে। তারপর পুরসভার আইন বিভাগে শুরু হবে তাদের বিচার প্রক্রিয়া।

এই বিষয়ে পুরসভার এক শীর্ষ কর্তা বলেন,” শৌচাগার সংস্কারের দুর্নীতির অভিযোগ সামনে আসার পর ওই তিন আধিকারিককে আগেই শো-কজ করা হয়েছিল। তবে তাদের উত্তরে আমরা সন্তুষ্ট নই। ওই তিন জন নিয়ম বহির্ভুত কাজ করায় এবার চার্জ গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

এই ঘটনায় রীতিমতো শোরগোল শুরু রাজ্য জুড়ে। শিক্ষা ও খাদ্যের পাশাপাশি রেহাই পেল না শৌচাগারও। প্রতিটি স্কুলের ছোট ছোট ছাত্র ছাত্রীদের স্বাস্থ্য বিধি নিয়ন্ত্রণের জন্য শৌচাগারের জন্য বরাদ্দ অর্থেও থাবা বসলো আধিকারিকরা।

Related posts

Leave a Comment