সংবাদ কোলকাতাঃ এই সেদিন আদালত থেকে বেরিয়ে হাপুস নয়নে কেঁদে মানিক বলেছিলেন আমাকে মেরে ফেলুন কিন্তু আমার স্ত্রী ও পুত্রকে ছেড়ে দিন। এছাড়াও বার বার তিনি নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন। কিন্তু এবার পার্থ ও মানিকের সম্পর্ক নিয়ে বিস্ফোরক তথ্য সামনে আনলো ইডি।
উল্লেখ্য ২০১১ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি ছিলেন মানিক এবং ২০১৪ সাল থেকে শিক্ষা মন্ত্রী ছিলেন পার্থ। এই সময় বিভিন্ন বেসরকারি বি এড ও ডি এড কলেজ গুলিকে ৫ থেকে ৮ লক্ষ টাকার বিনিময়ে অনুমোদন দিত পার্থ। অপর দিকে ২ থেকে ৫ লাখ টাকা নিতেন মানিক এবং এই চক্রের মিডিল ম্যান ছিলেন তাপস মন্ডল।
কোন বেসরকারি B.ED ও D.ED কলেজ গুলিকে কোন বিশ্ববিদ্যালয়ের অনুমোদন নিতে হয়। তা পেতে NCTE সদস্য হিসাবে সাহায্য করতেন মানিক এবং শিক্ষা দপ্তরের NOC পেতে সাহায্য করতেন পার্থ বলে চাঞ্চল্যকর দাবি ইডি সূত্রে।
বারাসতের প্রাক্তন স্কুল হেডমাস্টার তথা একাধিক টিচার্স ট্রেনিং কলেজের কর্ণধার তাপস মন্ডল ইডিকে জানিয়েছেন মানিকের নির্দেশেই অফলাইনে ভর্তির জন্য ছাত্রপ্রতি ৫০০০ টাকা করে নিতেন তিনি। এভাবেই মোট ২০ কোটি ৭৩ লক্ষ টাকা তুলে দিয়েছেন তিনি।
previous post