33 C
Kolkata
April 14, 2025
দেশ

শাহরুখ পত্নী গৌরী খানের বিরুদ্ধে প্রতারণার মামলা

মুম্বই, ২ মার্চ: আবারও আইনি জটিলতার মুখে শাহরুখ খানের পরিবার। এবার আইনি বিপাকে পড়েছেন শাহরুখ পত্নী। শাহরুখ পত্নী গৌরী খানের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় এফআইআর দায়ের হয়েছে। অভিযোগকারী যশবন্ত শাহ নামে এক যুবক। তাঁর বাড়ি মুম্বইয়ে। তাঁর অভিযোগ, লখনউতে এক নির্মাণ সংস্থার কাছ থেকে ৮৬ লক্ষ টাকার বিনিময়ে একটি ফ্ল্যাট কিনেছিলেন। বেশ কয়েকবছর হয়ে গেলেও এখনও ফ্ল্যাটের চাবি হাতে পাননি ওই যুবক। এই সংস্থার ব্র্যান্ড আম্বাসাডর আবার শাহরুখ পত্নী গৌরী খান। তাঁর প্রচারে আশ্বস্ত হয়েই ফ্ল্যাট বুক করেছিলেন ওই যুবক। যুবকের দাবি, গৌরী খান তাঁর বিশ্বাস ভঙ্গ করেছেন।

সেজন্য শাহরুখ পত্নী সহ ফ্ল্যাটের নির্মাতা সংস্থার দুই কর্ণধারের বিরুদ্ধেও এফআইআর দায়ের করেছেন ক্রেতা যশবন্ত শাহ। ভারতীয় দণ্ডবিধির ৪০৯ ধারায় লখনউয়ের সুশান্ত গল্ফ সিটি থানায় এফআইআর দায়ের করেছেন তিনি। অভিযোগ পেয়ে এই ঘটনার তদন্ত শুরু করেছে সুশান্ত গল্ফ সিটি থানার পুলিশ।

Related posts

Leave a Comment