সংবাদ কলকাতা: মুখরক্ষা করতে এবার কুন্তল ঘোষ ও শান্তুনু ব্যানার্জীকে দল থেকে বহিষ্কার করল তৃণমূল। আজ, মঙ্গলবার এই দুই নেতাকে বহিষ্কার করে দুর্নীতির দায় ঝেড়ে ফেলতে চাইছে রাজ্য সরকার। আজ সাংবাদিক বৈঠক ডেকে এই দুই নেতাকে বহিষ্কারের কথা ঘোষণা করেন রাজ্যের বর্তমান শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু ও দলের মুখপাত্র শশী পাঁজা।
উল্লেখ্য, কুন্তল ঘোষ বর্তমানে হুগলি জেলায় তৃনমুলের যুবনেতা। অন্য দিকে শান্তুনু জেলা পরিষদের কর্মাধ্যক্ষ দুজনেই দলে যথেষ্ট প্রভাবশালী। এদিন বিকাল তিনটে নাগাদ সাংবাদিক বৈঠক করে শশী পাঁজা বলেন,’আমরা সবসময় বলে এসেছি এই দুর্নীতির সমাধান চাই। দল কখনই এই দুর্নীতির দায় নেবে না।’
তবে শশী পাঁজা এই কথা বললেও রাজনৈতিক মহলে বিতর্ক কিন্তু থামছে না। কারণ, কুন্তল ও শান্তনুর মতো দুই মাঝারি মাপের নেতাকে দল থেকে ছেঁটে দুর্নীতির দায় থেকে হাত ধুঁয়ে ফেলার চেষ্টা হলেও, বিধায়ক মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে এখনও কোনও ব্যবস্থা নেয়নি তৃণমূল।