33 C
Kolkata
May 6, 2025
কলকাতা

শহরে বেপরোয়াভাবে রাস্তা পারাপার রুখতে বসছে বুম ব্যারিয়ার

সংবাদ কলকাতা: তিনমাস ধরে সমীক্ষা চলেছে। এবার বেপরোয়া পথচারীদের নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। অনেক পরীক্ষা নিরীক্ষা করার পর মিলেছে সমাধানসূত্র। শহরের ২৬টি ক্রসিংকে বিপজ্জনক বলে চিহ্নিত করা হয়েছে। আর এই ২৬টি ক্রসিংয়ে বসানো হচ্ছে ‘বুম ব্যারিয়ার’। এটি রেললাইনের লেভেল ক্রসিংয়ের মতো কাজ করবে। ট্রাফিক সিগন্যাল সবুজ থাকলে বুম ব্যারিয়ার নামিয়ে রাখা হবে। তখন ফুটপাতে দাঁড়াবেন পথচারীরা। খুলে দেওয়া হবে সিগন্যাল লাল হলে। তখন পথচারীরা রাস্তা পেরবেন। যানবাহনের সঙ্গে সঙ্গে পথচারীদেরও নিয়ন্ত্রণ করতেই এই ব্যবস্থা। এতে দুর্ঘটনা অনেকটাই এড়ানো সম্ভব হবে বলে মনে করে কলকাতা পুলিশ। সেই কারণে বসানো হচ্ছে এই বুম ব্যারিয়ার। গড়িয়াহাট, এক্সাইড, কলুটলা-সেন্ট্রাল অ্যাভিনিউ ক্রসিং, স্ট্র্যান্ড রোড-মল্লিক স্ট্রিট ক্রসিং সহ শহরের একাধিক মোড়ে বুম ব্যারিয়ার বসানো হবে।

Related posts

Leave a Comment