সংবাদ কলকাতা: কয়লা দুর্নীতির তদন্তে নেমে কলকাতায় ফের বিপুল টাকা উদ্ধার করল ইডি। বালিগঞ্জর গরচায় একটি অফিস থেকে বিপুল টাকা উদ্ধার করে ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট। যদিও এখনও সরকারিভাবে উদ্ধার হওয়া টাকার পরিমাণ জানানো হয়নি। আনা হয় টাকা গোনার মেশিন। ইডি সূত্রে খবর, কয়লা পাচার কাণ্ডে তদন্তে এসে এই বিপুল পরিমাণ টাকার হদিশ মেলে। এছাড়া বেশ কিছু কম্পিউটার ও নথিপত্র উদ্ধার হয়েছে ঘটনাস্থল থেকে। ৫ নম্বর আর্ল স্ট্রিটের বহু তলের ওই অফিসের নেম প্লেটে পাওয়া যায় একাধিক সংস্থার নাম। তাদের মধ্যে গজরাজ টাওয়ার প্রাইভেট লিমিটেড অন্যতম।
প্রসঙ্গত উল্লেখ্য, আজ সকাল থেকে অভিযান শুরু করে ইডি ও আয়কর দপ্তর। হানা দেয় রাজ্যের একাধিক জায়গায়। কলকাতার মির্জা গালিব স্ট্রিটে একটি বিড়ি কারখানার হেড অফিসেও হানা দেয় আয়কর দফতর। এছাড়া মুর্শিদাবাদের সুতী ও সামশেরগঞ্জের বিড়ি কারখানায় হানা দেন আয়কর আধিকারিকরা। এর পাশাপাশি কয়লা কাণ্ডে কলকাতা শহরের একাধিক জায়গায় হানা দেয় ইডি। অবশেষে বালিগঞ্জের ওই অফিস থেকে এই বিপুল পরিমাণ টাকার উদ্ধার হয়।
next post