অরবিন্দ সরকার
বহরমপুর, মুর্শিদাবাদ
গ্রামের মানুষ চাষী নিত্যানন্দ রায়,
দু’বিঘা জমিতে তার কত হবে আয়!
একমাত্র ছেলে তার কি হবে উপায়,
চোদ্দ লক্ষ টাকা ঘুষে মাষ্টারমশাই।
নিত্যানন্দ জমি বেচে অভাবী সংসারে,
চাকুরী পেলে অভাব দূরে যাবে স’রে,
জমির ফসলে খাদ্য জোটেনা বছরে,
মাষ্টার ছেলে বিয়েতে টাকা ঢোকে ঘরে।
ঘুষের টাকা উসুল পণের টাকায়,
বছর ঘুরতে বন্দী জেলে হলো ঠাঁই,
নতুন বৌ বাড়ি ছেড়ে বাপের বাসায়,
নিত্যানন্দ বাড়ি বেচে ছেলেকে বাঁচায়।
জমি বাড়ি নয় ছয়ে পথের ভিখারি,
শিক্ষক দিবসে ধ্বনি বিপথে মাষ্টারী।
							previous post
						
						
					
							next post
						
						
					