24 C
Kolkata
April 17, 2025
Featured খেলা

রোনাল্ডোর বিশ্বকাপের স্বপ্ন ভেঙে ইতিহাস গড়ল মরক্কো

কাতার, ১১ ডিসেম্বর: কাতার বিশ্বকাপে ফের অঘটন। রোনাল্ডোর বিশ্বকাপের স্বপ্ন ভেঙে ইতিহাস গড়ল মরক্কো। পর্তুগালের মতো শক্তিশালী দলকে হারিয়ে সেমিফাইনালে আফ্রিকার দলটি। প্রথমবারে কোয়াটার ফাইনালে ওঠা আফ্রিকার এই দলটি পর্তুগালকে হারাল ১-০ গোলে।

শনিবার দোহার আল থুমামা স্টেডিয়ামে খেলার প্রথমার্ধে পর্তুগালের জালে বল জড়িয়ে দেন মরক্কোর ইউসুফ এন-নেসিরি। এরপরই পর্তুগালের সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে মাঠে নামনো হয়। কিন্তু তাতেও শেষ রক্ষা হল না। বিশ্বকাপ থেকে বিদায় নিতে হল পর্তুগালকে। এর আগে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছে ব্রাজিলকে।

এদিন শেষ পাঁচ মিনিট মরক্কোকে ১০ জন খেলোয়াড়কে নিয়ে খেলতে হয়েছে। কারণ, লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হল মরক্কোর চেদিরাকে। তবুও বাঘের মত লড়াই করে ইতিহাসের জায়গা করে নিল মরক্কো। আফ্রিকার প্রথম দেশ হিসেবে বিশ্বকাপ সেমিফাইনালে জায়গা করল তারা।

Related posts

Leave a Comment