সংবাদ কলকাতা, ২১ নভেম্বরঃ সোমবার রূপনারায়ণ নদীতে ১৪ কেজি ওজনের নোরে ভোলা মাছ ধরা পড়ল এক মৎস্যজীবীর জালে। পরে গাদিয়াড়া বাজারে মাছটি ৮০০টাকা কেজি দরে বিক্রি হয়। জানা গিয়েছে, রূপনারায়ণে মাছ ধরার সময় ওই মৎস্যজীবীর জালে বিরল ওজনের ওই মাছটি ধরা পড়ে। মৎস্যজীবীর নাম দিব্যেন্দু মণ্ডল। তাঁর বাড়ি শ্যামপুর এলাকায়।
অন্যান্য দিনের মতো এদিনও দিব্যেন্দু খুব ভোরে নদীতে মাছ ধরতে যান। একবার জাল ফেলার পর জালটি গোটানোর সময় ভারী কিছু জিনিসের টান অনুভব করেন। তখন তাঁর কৌতূহল বেড়ে যায়। সঙ্গে সঙ্গে জালটি গুটিয়ে উপরে তুলতেই অবাক হয়ে যান। দেখেন জালে ধরা পড়েছে একটি বিশালাকার নোরে ভোলা মাছ। মাছ ধরা শেষ হলে তিনি গাদিয়াড়া বাজারে চলে আসেন। সেখানে একটি মাছের আড়তে প্রায় সাড়ে এগারো হাজার টাকা মূল্যে নোরে ভোলা মাছটি বিক্রি করেন।
previous post