29 C
Kolkata
August 2, 2025
রাজ্য

রাষ্ট্রপতির বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করার পরেও নিরুত্তাপ অখিল গিরি

সংবাদ কলকাতা: বর্তমানে রাজ্য রাজনীতির আলোচনার কেন্দ্রে আছেন কারা প্রতিমন্ত্রী অখিল গিরি। গত ১১ ই নভেম্বর তিনি একটি সভায় তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ, নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজাকে পাশে বসিয়ে দেশের প্রধান নাগরিক তথা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেন। এই ঘটনায় মন্ত্রী অখিল গিরির অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে উত্তাল হয় সোমবারের বিধানসভা অধিবেশন। বাধ্য হয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় অধিবেশন মুলতবি ঘোষণা করেন।

তারপরেই মন্ত্রী অখিল গিরি সাংবাদিকদের সামনে বলেন, রাষ্ট্রপতিকে অপমান করা উদ্দেশ্য ছিলনা। কিন্তু গত ছ’মাস ধরে আমার চেহারা নিয়ে এত কুকথা বলা হয়েছে যে, তারই প্রতিক্রিয়া দিতে গিয়ে ভুলবশত আমি বলে ফেলেছি। তার জন্য আমি ক্ষমা চেয়েছি। আমার খারাপ লেগেছে মুখ্যমন্ত্রীকে আমার জন্য ক্ষমা চাইতে হয়েছে। এখন মুখ্যমন্ত্রীই ঠিক করবেন আমি মন্ত্রীসভায় থাকব কিনা।

উল্লেখ্য, শুভেন্দু অধিকারী বিধানসভার বাইরে এসে বলেন, রাষ্ট্রপতিকে নিয়ে কুমন্তব্য করার পরেও অখিলের মনে কোনও অনুশোচনা নেই। ও বিধানসভার মধ্যে বসে হাসাহাসি করছে। যদিও এর উত্তরে অখিল বলেন, ঐ সময় মদন মিত্র আমার পাশে দাঁড়িয়ে কিছু কথা বলছিলেন, যা শুনে আমি হেসেছিলাম। যদিও তাতে কমেনি উত্তাপের পারদ। এখন দেখার, অখিলের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী কী পদক্ষেপ গ্রহণ করেন।

Related posts

Leave a Comment