24 C
Kolkata
April 19, 2025
জেলা

রামমোহন রায় কি রাজনৈতিক প্রতিহিংসার শিকার? নাকি এর পিছনে রয়েছে অন্য কারণ?

ময়নাগুড়ি: ময়নাগুড়ির ভিলেজ পুলিশ রামমোহন রায়কে অনির্দিষ্টকালের জন্য নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে। এ বিষয় নিয়ে জানা গিয়েছে, কিছুদিন আগেই তৎকালীন জলপাইগুড়ি জেলার পুলিশ সুপার দেবর্ষি দত্ত ভিলেজ পুলিশ রামমোহন রায়কে নিষ্ক্রিয় করে দেয়। এরপরেই এর কারণ নিয়ে প্রবল আলোচনা শুরু হয়েছে ময়নাগুড়ি জুড়ে। রামমোহন রায়কে নিষ্ক্রিয় করে দেওয়ার পিছনে একটি রাজনৈতিক অভিসন্ধি রয়েছে বলে ধারণা ময়নাগুড়িবাসীদের একাংশের। এদিকে রামমোহন রায়কে নিষ্ক্রিয় করে দেওয়ার বিষয়টি স্বীকার করে নিয়েছেন বর্তমান পুলিশ সুপার।

উল্লেখ্য, পঞ্চায়েত ভোটের আগে যেখানে রাজনৈতিক নেতারা নিজেদের মুখ দেখাতে ব্যস্ত, সেখানে দুর্গা পুজোর পর থেকে একের পর এক বিভিন্ন ক্লাবের অনুষ্ঠানে দেখা গিয়েছে রামমোহন রায়কে। ক্লাবের অনুষ্ঠান হোক বা দুর্গা পুজো কিম্বা কালীপুজোর উদ্বোধনী অনুষ্ঠান। সর্বত্রই রাজনৈতিক নেতাদের পিছনে ফেলে এগিয়ে যাচ্ছিলেন রামমোহন রায়। সেই বিষয়টি কেউ ভালোভাবে নিতে পারেনি। আর তা নিয়ে সম্ভবত উপর মহলে তাঁর নামে অভিযোগ জানানো হয়েছে।

প্রসঙ্গত, রামমোহন রায় ময়নাগুড়িতে সমাজসেবক হিসেবেও পরিচিত। সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে থেকে তিনি বহু কাজ করেছেন। সাপে কাটা রোগীকে নিজের কোলে নিয়ে বাইকে করে হাসপাতালে নিয়ে আসা। কারও রক্তের প্রয়োজন হলে ছুটে যাওয়া। কেউ বিপদে পড়লে তার পাশে সারা রাত্রি দাঁড়িয়ে থাকা। সেই সঙ্গে ডাকাতির বানচাল করেও তিনি যথেষ্ট সুনাম অর্জন করেছেন। তাঁকে নিষ্ক্রিয় করে দেওয়ার বিষয়টি ময়নাগুড়িবাসীদের তাজ্জব করে দিয়েছে।

রামমোহন রায় বলেন, মিথ্যে দুর্নাম দিয়ে আমাকে খারাপ করার চেষ্টা করা হচ্ছে। আমি মানুষের পাশে ছিলাম, থাকব। অসাধু কিছু ব্যক্তি সম্ভবত এই অভিযোগ করেছে। আমি বিভিন্ন জায়গায় আমন্ত্রণ পাচ্ছি। সেটাই হয়তো ভালোভাবে তারা নিতে পারেনি। ময়নাগুড়ি দুই নম্বর ব্লকের যুব তৃণমূলের সভাপতি মনোজ দেবনাথ বলেন, রামমোহন রায় প্রশাসনিকভাবে ভালো কাজ করেন। যে কারণে তাঁকে বিভিন্ন ক্লাবে রাখা হচ্ছে। ফিতাও কাটানো হচ্ছে তাঁকে দিয়ে। সেটাই হয়তো কারও আক্রোশের কারণ হয়ে দাঁড়িয়েছে। সে কারণেই সম্ভবত তাঁকে নিষ্ক্রিয় করা হয়েছে।

Related posts

Leave a Comment