34 C
Kolkata
April 13, 2025
রাজ্য

রামপুরহাটে পথ দুর্ঘটনায় মৃত ৪ মহিলা শ্রমিক, জখম ১১

রামপুরহাট: সাত সকালেই ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু ৪ মহিলা শ্রমিকের। আর এমনই এক দুঃসাহসিক পথ দুর্ঘটনার সাক্ষী থাকল রামপুরহাট। ঘটনা সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে চিতুলি গ্রাম থেকে চাষের কাজের জন্য মারগ্রাম যাচ্ছিল ১৫ জন শ্রমিক। ঠিক সে সময়ই ১৪ নম্বর জাতীয় সড়কে মুনসুভা মোড় থেকে কিছুটা গিয়েই ঘটে এই ভয়াবহ পথ দুর্ঘটনা। এদিন কাজের উদ্দেশ্যে তারা চিতুলি গ্রাম থেকে মারগ্রাম যাচ্ছিলেন চায়না ভ্যানে করে। আর সেই ভ্যানটিতে ১৫ জন শ্রমিক ছিলেন। তবে মুনসুভা মোড় থেকে কিছুটা পেরিয়েই ১৪ নম্বর জাতীয় সড়কের উপরেই পিছন থেকে চায়না ভ্যানটিতে একটি ট্রাকে ধাক্কা মারে।

ঘটনাস্থলেই চায়না ভ্যান থেকে ছিটকে পড়ে যায় বেশ কিছু শ্রমিক আর পিছন থেকে আরও একটি গাড়ি এসে রাস্তার ওপর ছিটকে পড়ে যাওয়া ৩ শ্রমিকের উপর চাপা দিয়ে চলে যায়। যার ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন শ্রমিকের। তারপর সকলকে নিয়ে আসা হয় রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে। হাসপাতাল সূত্রে জানা যায়, হাসপাতালে এসেও ১ শ্রমিকের মৃত্যু হয়। পাশাপাশি আর এক শ্রমিকের অবস্থার অবনতি হলে তাকে বর্ধমানে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এছাড়াও বাকি যে ১০ জন রয়েছে, তাদের চিকিৎসা চলছে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে।

Related posts

Leave a Comment