25 C
Kolkata
November 2, 2025
জেলা

রানাঘাটের আনুলিয়ায় ৪৬ বছরের জগদ্ধাত্রী পূজার জৌলুস কিছুটা কমেনি

নদীয়া, ৬ নভেম্বর: জগদ্ধাত্রী পুজো শেষ হয়ে গেলেও রানাঘাট আনুলিয়া জগপুর রোডের কলাবাগানে জগদ্ধাত্রী পুজোর রেশ কমেনি। গতকাল এখানে মাকে বির্সজন দেবার আগে মিষ্টি মুখ থেকে সিঁদুর পরানো যেন এক অন্য মাত্রা যোগ করে। জানা গিয়েছে, ৪৬ বছর ধরে চলে আসছে এখানকার পুজো। পুজো উপলক্ষ্যে চলে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিন ধুমধাম করে বিসর্জনের মধ্যে দিয়ে বেজে ওঠে মাকে বিদায়ের করুণ সুর।

Related posts

Leave a Comment