28 C
Kolkata
April 6, 2025
রাজ্য

ম্যাথু স্যামুয়েলকে তলব করল সিবিআই

লোকসভা ভোট মিটতেই সিবিআই ম্যাথু স্যামুয়েলকে তলব করল । সূত্রের খবর, নারদ কান্ডে কেন্দ্রীয় তদন্তকারীর হাতে নতুন করে কিছু তথ্য প্রমাণ এসেছে। সেই সূত্র ধরেই স্যামুয়েলকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। আগামী ২৯ জুলাই নারদ কর্তাকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বেঙ্গালুরুর সিবিআই অফিসে । এবারেও নারদ কর্তা জানিয়ে দিয়েছেন, নির্বাচনের খবর করতে তিনি আমেরিকায় রয়েছেন। ২৯ জুলাই তিনি আমেরিকাতেই থাকবেন। তাই তিনি হাজিরা দিতে পারবেন না। দেশে ফেরার পর তিনি হাজিরা দিতে পারবেন। এর আগে লোকসভা ভোটের মুখে গত মার্চ মাসে ম্যাথুকে তলব করেছিল সিবিআই। ৪ এপ্রিল তাঁকে হাজিরা দিতে বলা হয়েছিল নিজাম প্যালেসে। সেই সময় তিনি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে গিয়েছিলেন। ২০১৬ সালের ১৭ জুন নারদ স্ট্রিং অপারেশনে তদন্তের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা

বন্দ্যোপাধ্যায়। ১৯ জুন ম্যাথু স্যামুয়েলের বিরুদ্ধে নিউ মার্কেট থানায় এফআইআর দায়ের করেন শোভন চট্টোপাধ্যায়ের শ্রী রত্না চট্টোপাধ্যায়। যার জেরে ২৩ জুন ম্যাথুকে সমান পাঠায় কলকাতা পুলিশ। অন্যদিকে গ্রেফতারের আশঙ্কায় ২০১৬ সালের ২৫ জুলাই হাইকোর্টের দ্বারস্থ হন ম্যাথু। ওই বছরই অগাস্টের ৫ তারিখ ম্যাথুর বিরুদ্ধে যাবতীয় পুলিশি হস্তক্ষেপে স্থগিতাদেশ দেয় আদালত। আর ২০১৭ সালের মার্চে নারদা কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দেয় আদালত। নারদা কাণ্ডেপরবর্তী সময়ে সিবিআইয়ের পাশাপাশি তদন্তে নামে ইডি। এই মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হন তৎকালীন বর্ধমানের পুলিশ সুপার এসএমএইচ মির্জা। ২০২১ সালে এই মামলায় গ্রেপ্তার করা হয় ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, শোভন চট্টোপাধ্যায় এবং মদন মিত্রকে। পরে তাঁরা জামিন পান।

Related posts

Leave a Comment