30 C
Kolkata
April 5, 2025
জেলা

মোবাইল চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল চোর

মালদা, ৩ জুলাই: বৃহস্পতিবার সকালে মোবাইল চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে এক অল্প বয়সী বালক। তারপর উত্তেজিত মারমুখী জনতা তাকে গণধোলাই শুরু করে। ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের পৌর মার্কেটের গোয়াল টুলির এলাকা। জানা গিয়েছে, বুধবার সকালে এক ব্যক্তি সবজি বাজারে বাজার করতে আসেন। ঠিক সেই সময় পকেট থেকে মোবাইল বের করে পালানোর চেষ্টা করে এক অল্প বয়সী বালক। মোবাইলটি পকেট থেকে তুলে নেওয়ার সময় বুঝতে পারেন ওই ব্যক্তি এবং চিৎকার চেঁচামেচি শুরু করলে জনতা হাতেনাতে ধরে ফেলে ওই বালককে। তারপর মারমুখী জনতা তাকে মারধর শুরু করে। পরিস্থিতি উত্তপ্ত হতে থাকলে খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছায় মালদা থানার পুলিশ এবং তাকে উদ্ধার করে নিয়ে যায়। এক ব্যক্তি জানান, প্রায়ই এই মার্কেট থেকে মোবাইল চুরির মতন ঘটনা ঘটছে। এমনকি তারও মোবাইল চুরি গেছে বলে তিনি জানান। তবে যাতে এই ধরনের ঘটনা আবার না ঘটে তার জন্য প্রশাসনকে সজাগ দৃষ্টি রাখার আবেদন করেন তিনি।

Related posts

Leave a Comment