মুম্বই, ১ ডিসেম্বর: ইউটিউবে লাইভ চলছিল। আর সেই সময়ই যৌন হেনস্থার শিকার হলেন এক মহিলা ইউটিউবার। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের খার এলাকায়। আর সেই ভিডিও নিমেষের মধ্যে নেট দুনিয়ায় ভাইরাল। সেই ভিডিওতে দেখা গিয়েছে, দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ইউটিউবার রাস্তায় দাঁড়িয়ে ভিডিও করছিলেন। তখনই এক যুবক তাঁর কাছে এসে দাঁড়ায়। এবং তাঁকে লিফ্ট দেবে বলে জোর করতে থাকে। ওই মহিলা বারবার আপত্তি করছিলেন। তা সত্ত্বেও কিছুতেই কথা শুনতে রাজি হয়নি ওই যুবক। মহিলার বারণ সত্ত্বেও তাঁর হাত ধরে টানাটানি করতে থাকে সে।
বিষয়টিকে কোনও মতে সামলে সেই জায়গা থেকে বেরিয়ে আসেন ওই মহিলা। সেই লাইভ ভিডিও চলাকালীন এই গোটা ঘটনা ধরা পড়েছে ক্যামেরাতে। যার তীব্র নিন্দা করেছেন নেট নাগরিকরা। গোটা বিষয়টি খার থানায় অভিযোগ জানান ওই মহিলা। ওই দুই যুবকের বিরুদ্ধে যৌন হেনস্থার মামলা দায়ের করেছেন তিনি। মুম্বই পুলিস ইতিমধ্যেই তাঁদের গ্রেপ্তার করেছে বলে সূত্রের খবর। ধৃতদের নাম মহম্মদ শেখ ও মহম্মদ নাকিব আনসারি।
