বিশেষ সংবাদদাতা, কাকদ্বীপ: মুড়িগঙ্গা নদীর চরে দাঁড়িয়ে থাকা বাংলাদেশী জাহাজে আগুন। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। আজ শনিবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার হারউড পয়েন্ট কোস্টাল থানা এলাকায়। আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের একটি ইঞ্জিন। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৬ মাসেরও বেশি সময় ধরে বাংলাদেশি এই জাহাজটিকে পণ্যবাহী জাহাজ থেকে ভাসমান পেট্রোল পাম্পে রূপান্তরকরণের কাজ চালানো হচ্ছিল। শনিবার কাজ করার সময় কর্মীরা হঠাৎ জাহাজের মধ্যে আগুন দেখতে পায়। এরপর খবর দেওয়া হয় হারুড পয়েন্ট কোস্টাল থানাতে । আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার। খবর দেওয়া হয় দমকলকে। অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। জাহাজটির মধ্যে জ্বালানি তেল মজুত থাকার কারণে আগুন নেভানোর ক্ষেত্রে অনেকটা বেগ পেতে হচ্ছে দমকল বাহিনীকে। দমকল আধিকারিক সূত্রে জানা গিয়েছে, কাজ করার সময় কী করে জ্বালানি তেলে আগুন লেগে যায়। দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। গঙ্গাসাগর মেলার আগে বাংলাদেশী জাহাজে এই অগ্নিকাণ্ডের ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
previous post