মালদহ: এবার মালদহ জেলার ভুতনি গ্রামে বিক্ষোভের মুখে পড়লেন কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রী কপিল মোড়েশ্বর পাতিল। তাঁকে দেখেই বিক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। কালো পতাকা দেখিয়ে গো ব্যাক স্লোগান দেওয়া হয়।
সূত্রের খবর, মালদহ জেলার ভুতনির তৃণমূল পরিচালিত চন্ডীপুর গ্রাম পঞ্চায়েতের একটি সভায় উপস্থিত হওয়ার কথা ছিল কেন্দ্রীয় মন্ত্রীর। সেখানে আবাস যোজনা, গঙ্গা ভাঙন সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্প নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। সভায় আসার সময় গ্রামবাসীরা তাঁর সঙ্গে কথা বলতে চাইলে তিনি গুরুত্ব না দিয়ে সরাসরি অফিসে ঢুকে যান। গ্রামবাসীরা মন্ত্রীকে তাঁদের অভাব অভিযোগের কথা জানাতে না পেরে ক্ষোভে ফেটে পড়েন। এবং দলগতভাবে বিক্ষোভ দেখাতে শুরু করেন পঞ্চায়েত অফিসের সামনে।
বিক্ষোভকারীরা বলেন, প্রতি বছর আমাদের বিঘার পর বিঘা জমি গঙ্গার ভাঙনে তলিয়ে যাচ্ছে। আমরা আবাস যোজনার ঘর পাইনি। এসব নিয়েই আমরা মন্ত্রীর সঙ্গে কথা বলতে চেয়েছিলাম। কিন্তু উনি আমাদের কথা শুনলেন না। একজন বিক্ষোভকারী বলেন, ‘আমি কথা বলার সুযোগ পেয়েছি এবং কথাও বলেছি। উনি আমার কথা শুনেছেন। এখন দেখার তিনি কী ব্যবস্থা গ্রহণ করেন’।
