দীননাথ চক্রবর্তী
আমার দেবার মতো নেই কিছু আর, কী দেব মা অঞ্জলি,
মন যে আমার মরেছে কবে, বুঝতে মা পারিনি।
নিজের হাতেই দিনে দিনে দিয়েছি সব জলাঞ্জলি,
হৃদয় আমার প্রাণহীন, জানতে আমি পারিনি।
ভালোবাসা ফুরুৎ পাখি, শূন্য জলাভূমি,
দৃষ্টি আমার আঁধার কালো, ভাগাড় শকুনি।
কণ্ঠ বেহুঁশ সুরাসক্তে, অঙ্গ জুড়ে মাতলামি,
মন যে আমার মরেছে কবে বুঝতে মা পারিনি।
তোমায় আমি কী দেব আজ হাতে নেই তো কিছু,
নিজেরে দেব উজাড় করে, শূন্য আগে পিছু।
পুরোটাই যে বোঝা জড়, শব ধ্বনি হরি হরি,
জীবনও নেই, মরণও নেই, রিক্ত হাতে ভজহরি।