April 19, 2025
জেলা

মহিলার মৃতদেহ ঘিরে বিক্ষোভ বীরভূমের মল্লারপুরে

বীরভূম, ২৫ ফেব্রুয়ারী: রবিবার বীরভূমের মল্লারপুর থানার খরাসিনপুর গ্রামে ইটভাটার কাছে সাত সকালে এক মহিলার মৃতদেহ উদ্ধার করে মল্লারপুর থানার পুলিশ। এই ঘটনার প্রতিবাদে পথে নামেন ময়ূরেশ্বর ১ নং ব্লক স্থানীয় মানুষ। রবিবার সকাল ১১ টা নাগাদ রানীগঞ্জ মোরগ্রাম ১৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয়রা।এলাকাবাসীর দাবি ওই মহিলাকে ধর্ষণ করে নিশংসভাবে খুন করা হয়েছে। তারা আরও বলেন, যারা এই খুনের সাথে যুক্ত যারা যুক্ত তারা রাত্রিবেলা এলাকায় বিভিন্ন অসামাজিক কাজ করে।

মৃত মহিলাটির বাড়ি ময়ূরেশ্বর ১ নম্বর ব্লকের দক্ষিণগ্রামের জেলে পাড়ায়। নাম কল্যাণী ধীবর। তিনি মাছ ব্যবসার সাথে যুক্ত ছিলেন । পরিবার সূত্রে জানা যায় গতকাল রাত্রি থেকে নিখোঁজ ছিলেন কল্যাণী ধীবর। অনেক খোঁজাখুঁজির পরেও কোন খবর মেলেনি। তার পরেই আজ সাত সকালে মল্লারপুর থানার পক্ষ থেকে খবর পেয়ে খরাসিনপুর ইটভাটার পাশে থেকে মৃত মহিলাটির দেহ উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। একদিকে যেমন জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো স্থানীয়রা, তার পাশাপাশি দক্ষিণগ্রাম মোড়েও টায়ার জ্বালিয়ে বেশ কিছুক্ষণের জন্য পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো মৃত মহিলার পরিবারের লোকজন সহ দক্ষিণগ্রামবাসী।

Related posts

Leave a Comment