সংবাদ কলকাতা, ৩ সেপ্টেম্বর: মহানায়ক উত্তম কুমারের জন্ম দিবস উপলক্ষে আজ রবিবার বিকাল ৪:৩০-এর সময় উত্তম কুমার মেমোরিয়াল কালচারাল কমিটির উদ্যোগে কলকাতার উত্তম মঞ্চে ‘উত্তম স্মরণ সন্ধ্যার’ আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন বিধায়ক তথা কলকাতার মেয়র পরিষদের সদস্য দেবাশিস কুমার ও জনপ্রিয় নৃত্যশিল্পী অলকানন্দা রায়। অনুষ্ঠানের সূচনায় প্রদীপ প্রজ্বলন এবং মহানায়ক উত্তম কুমারের ছবিতে মাল্যদানের মধ্য দিয়ে ‘উত্তম স্মরণ সন্ধ্যার’ শুভ সূচনা করেন তাঁরা।
এদিন ‘উত্তম স্মরণ সন্ধ্যার’ অনুষ্ঠানে, উত্তম মঞ্চে বক্তব্য রাখার সময় বিধায়ক তথা কলকাতার মেয়র পরিষদের সদস্য দেবাশিস কুমার মন্তব্য করেন, ‘অনেকে গুরু হয়েছেন, মহাগুরু হয়েছেন। কিন্তু মহানায়ক হওয়ার সাহস কেউ এখনও দেখাতে পারেননি।’