সংবাদ কলকাতা: বিজেপির কোলে চড়ে ইয়াব্বড় নীল সাদা কাপড় পরা মশা। যা নিয়ে হুলস্থুল পড়ে গেল বিধানসভা চত্বরে। প্রসঙ্গত, মঙ্গলবার ডেঙ্গু নিয়ে আলোচনা চেয়েছিলেন বিজেপি বিধায়করা। কিন্তু রাজি হননি স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তারপর শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বিধান সভার মুলতবি প্রস্তাব আনেন। যা পড়তে দিলেও কার্যকর করতে দেননি স্পিকার। যা নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে ওয়াকআউট করেন বিরোধী দলের বিধায়করা।
এদিকে বিধানসভার বাইরে মডেল মশাকে নীল সাদা শাড়ি পরিয়ে অভিনব পদ্ধতিতে বিক্ষোভ দেখান তাঁরা। পাশাপাশি, মশারি বিতরণও করা হয়। এপ্রসঙ্গে ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দা বলেন, আমাদের ইচ্ছা ছিল নীল সাদা শরীর পাশাপাশি হাওয়ায় চটি পরানোর। কিন্তু আমাদের সেই ইচ্ছা অপূর্ণ থেকে গেল। কারণ রাজ্যটা এখন মশা রানির হাতেই আছে।