মরক্কো, ৯ সেপ্টেম্বর: ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল মরক্কো। আর সেই কম্পনে মৃত্যু হয়েছে কমপক্ষে ২৯৬ জনের। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও প্রায় ১৫৩ জন। তাঁদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পুরাতন মারাকেশ শহর। ধ্বংস্তূপের নিচে আটকে পড়েছেন বহু মানুষ। উদ্ধারকর্মীরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন।
জানা গিয়েছে, গতকাল রাতে ১১টা ১১ মিনিটে ঘটনাটি ঘটেছে মরক্কোর মারাকেশ অঞ্চলের ৭১ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ১৮.৫ কিলোমিটার গভীরে। যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল মরক্কোর অ্যাটলাস পর্বতমালার কাছে। রিখটার স্কেলে এই ভূকম্পনের মাত্রা ছিল ৬.৮।
এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা। গভীর শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি নিজের ট্যুইটারে লিখেছেন, “মরক্কোতে ভূমিকম্প হয়েছে। সেখানে বহু মানুষ প্রাণ হারিয়েছেন। এই ঘটনায় আমি ব্যথিত। এই দুঃখের সময় মরক্কোবাসীর জন্য আমি প্রার্থনা করছি। যাঁরা প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের জন্য সমবেদনা জানাই। আহত ব্যক্তিরা দ্রুত সুস্থ হয়ে উঠুন। এই দুঃসময়ে ভারত মরক্কোকে সব দিক দিয়ে সাহায্য করতে প্রস্তুত।”
previous post