27 C
Kolkata
August 1, 2025
রাজ্য

ময়ূরেশ্বরে বোমা উদ্ধার

বীরভূমের ময়ূরেশ্বর:-নির্বাচনের পূর্বে ময়ূরেশ্বরে বোমা উদ্ধার ঘীরে চাঞ্চল্য। উল্লেখ্য, বুধবার ভোর রাতে গোপন সূত্রে খবর পেয়ে ময়ূরেশ্বর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় ও এলাকা সহ বোমা গুলিকে ঘিরে রেখেছে বলে জানা যায়। ময়ূরেশ্বরের দাসপলসা গ্রাম পঞ্চায়েতের ছোটতুড়িগ্রাম ও বরুটিয়া এই দুটি গ্রামের মাঠের মাঝে আমবাগান লাগবো একটি পরিত্যক্ত বাড়িতে নাইলনের থলেতে প্রায় ২০ থেকে ২৫ পিস বোমা মজুদ করে রাখা আছে বলে মনে করছেন পুলিশ। তবে কে বা কারা এই বোমাগুলিকে মজুদ করে রেখেছে সে বিষয়ে তদন্ত শুরু করেছে ময়ূরেশ্বর থানার পুলিশ প্রশাসন। লোকসভা নির্বাচনের পূর্বে জেলায় আবারো বোমা উদ্ধার কে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে বোম স্কোয়ার্ডকে খবর দেওয়া হয়েছে বলেও জানা যায়।

Related posts

Leave a Comment