32 C
Kolkata
April 27, 2025
Featured

মনমোহনের স্মৃতিসৌধ নির্মাণের তোড়জোড় কেন্দ্রে

দিল্লি– অবশেষে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের স্মৃতিসৌধ তৈরির তোড়জোড় শুরু করল কেন্দ্র। সূত্রের খবর, মনমোহনের স্মৃতিসৌধ তৈরির জন্য জমি দেখার কাজ শুরু হয়েছে। ইতিমধ্যেই বেশ কয়েকটি জমি শনাক্ত করা হয়েছে। সেগুলি নিয়ে মনমোহনের পরিবারের আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বলা হচ্ছে বিরোধীদের চাপ এবং সমালোচনার মধ্যে পড়েই কাজ শুরু করেছে কেন্দ্র। সূত্রের খবর, যমুনা নদীর ধারে রাজঘাট, রাষ্ট্রীয় স্মৃতি স্থল ও কিসান ঘাটে এক থেকে দেড় একরের মতো তিনটি জমি চিহ্নিত করা হয়েছে। রাজঘাটের কাছে যেখানে জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, সঞ্জয় গান্ধীর স্মৃতিসৌধ রয়েছে তার কাছের একটি জমিতে স্মৃতিসৌধ তৈরির সম্ভাবনা বেশি। তবে বিকল্প হিসাবে চৌধুরী চরণ সিংয়ের স্মৃতিসৌধের কাছেও জায়গা দেখে রাখা হয়েছে। জমি চিহ্নিত করার পরে এ ব্যাপারে মনমোহনের পরিবারের মত চাওয়া হয়েছে। পরিবার যেখানে চাইবে সেখানেই প্রাক্তন প্রধানমন্ত্রীর স্মৃতিসৌধ তৈরি হবে।

Related posts

Leave a Comment