24 C
Kolkata
April 19, 2025
রাজ্য

মনদৌসের প্রভাব কেটে গেলেই জাঁকিয়ে শীত নামবে রাজ্যে

সংবাদ কলকাতা, ৯ ডিসেম্বর: ঘূর্ণিঝড় মনদৌসের প্রভাব কাটতেই রাজ্যে নামবে জাঁকিয়ে শীত। এমনই পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই গতকালের তুলনায় শীত নেমেছে ১ ডিগ্রি। গতকাল বৃহস্পতিবার কলকাতা শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস। আজ ভোর থেকেই আকাশ কুয়াশাচ্ছন্ন ছিল। সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১৫ ডিগ্রিতে। যদিও আজ সর্বোচ্চ তাপমাত্রা ২৫.৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে বলে জানিয়েছে হাওয়া দপ্তর।

এদিকে মনদৌসের প্রভাবে আজ শহরের আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। নিম্নচাপ কেটে গেলে পারদ পতন হবে, শীত আবার ফিরে আসবে দক্ষিণবঙ্গে। পূর্বাভাস হাওয়া দপ্তরের। যেহেতু নিম্নচাপের প্রভাব রয়েছে, সেজন্য জলীয় বাষ্পের পরিমাণ বাড়ছে বাতাসে। সে-কারণে উত্তুরে হাওয়ার গতিও কমতে পারে বাংলায়। হাওয়া অফিস জানিয়েছে, ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পারদ ঊর্ধ্বমুখী হতে পারে। এই পরিবর্তন চলবে আগামী বেশ কিছু দিন। ফলে স্বাভাবিকভাবে রাতে শীতের পরিমাণ কমবে।

মৌসম ভবন সূত্রে খবর, ঘূর্ণিঝড় ‘মনদৌস’-এর প্রভাবে পুদুচেরি, তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশে ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। চেন্নাইয়ে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে বৃহস্পতিবার থেকেই। ইতিমধ্যে ঘূর্ণিঝড় ‘মনদৌস’ ‌ঘনীভূত হয়েছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে। ক্রমশ শক্তি বাড়াচ্ছে। দক্ষিণ ভারতের রাজ্যগুলির দিকে ধেয়ে আসছে সে। এর জেরে সম্ভাবনা রয়েছে প্রবল দুর্যোগের।

Related posts

Leave a Comment