April 19, 2025
দেশ

মধ্যপ্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত ১৫ পরিযায়ী শ্রমিক, গুরুতর জখম ২ ০

সংবাদ কলকাতা, ২২ অক্টোবর: মধ্যপ্রদেশে ঘটল ভয়াবহ পথ দুর্ঘটনা। একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৪০ জন। গতকাল রাতে এই ঘটনাটি ঘটে। মৃতদের বাড়ি উত্তরপ্রদেশে। তাঁরা প্রত্যেকেই পরিযায়ী শ্রমিক। বাসটির অধিকাংশ যাত্রীই পরিযায়ী শ্রমিক বলে জানা গিয়েছে। তাঁরা অন্ধ্রপ্রদেশের হায়দরাবাদে কাজে গিয়েছিলেন। দীপাবলি উপলক্ষে সেখান থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে।
উল্লেখ্য, মধ্যপ্রদেশের রেওয়া জেলার সুহাগী নামে একটি পার্বত্য এলাকায় প্রথমে ট্রাকটির সঙ্গে অন্য একটি ট্রাকের সংঘর্ষ হয়। তখন ট্রাকটি বিপদ থেকে বাঁচতে ব্রেক কষে দাঁড়িয়ে পড়ে। সেসময় দ্রুত গতিতে আসা বাসটি পরিস্থিতি বুঝে ওঠার আগেই দাঁড়িয়ে থাকা ট্রাকটির গায়ে ধাক্কা মারে বলে ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। বাসে প্রায় ১০০ জন যাত্রী ছিলেন। ঘটনাস্থলেই ১২ জন যাত্রীর মৃত্যু হয়।
পুলিশ খবর পেয়ে দুর্ঘটনাগ্রস্ত যাত্রীদের উদ্ধার করে। গুরুতর আহতদের স্থানীয় প্রয়াগরাজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আরও ৩ জন যাত্রীর মৃত্যু হয়েছে। এখনও ২০ জন আহতের অবস্থা সঙ্কটজনক।

Related posts

Leave a Comment